বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে সচ্ছল করতে চাই’

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের স্বার্থে ৯ম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় বক্তব্য রাখতে মেয়র বলেন, সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে সচ্ছল করতে ফিক্সড তহবিল গঠন করতে চাই। যার মাধ্যমে আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হবে। যার ফলে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান সহজতর হবে।

সভায় হেল্প ডেক্স এ ডেঙ্গু ও করোনা সংক্রান্ত বিষয়ে কন্ট্রোল রুম স্থাপন, সিটি ইউনিভার্সিটি চালুকরণ, সিসি ক্যামেরা স্থাপন, করোনার প্রকোপ বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, হকার নীতিমালা প্রণয়ন ইত্যদি। সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, কাউন্সিলর নিযাম উল আযীম, কাউন্সিলর কামরুজ্জামান, কাউন্সিলর আব্দুস সোবহান, কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন। সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ বিভিন্ন শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন