বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে এরদোগানের জামাতা অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১০:১৪ এএম

তুরস্কের অর্থনীতি নাজুক অবস্থা পার করছে। বিভিন্ন আন্তর্জাতিক কারণে সে দেশের অর্থনীতি নিন্মমুখী। যে কারণে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করে সাবেক অর্থমন্ত্রী নাসি আগবালকে সেখানে বসানো হয়েছে।


এর পরিপ্রেক্ষিতে এবার তুরস্কের অর্থমন্ত্রীর পদ থেকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জামাতা বিরাত আল-বিরাক সরে দাঁড়িয়েছেন। তুর্কি কর্মকর্তাদের বরাতে মিডল ইস্ট আই এমন খবর দিয়েছে।

২০১৮ সাল থেকে আল-বিরাক তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

স্বাস্থ্যগত কারণ তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যকাউন্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

চলতি বছরে ডলারের বিপরীতে লিরার মূল্য ৩০ শতাংশ পড়ে যাওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন