শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিটনেস টেস্টে পাস আশরাফুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ৭:০৩ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উপলক্ষে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেস টেস্টের প্রথম দিনেই বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিসিবির এ ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হলে ফিটনেস টেস্টে কমপক্ষে ১১ পেতে হতো, সেখানে আশরাফুল পেয়েছেন ১১.৪। তবে এতেও আশরাফুল নিজে সন্তুষ্ট নন, তার মতে এটা আরও ভালো হওয়ার দরকার ছিল।

সোমবার (৯ নভেম্বর) মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ফিটনেস টেস্ট দেওয়ার পর আশরাফুল এসব তথ্য জানান। তিনি বলেন, আরেকটু বেটার হলে ভালো হতো।

দীর্ঘদিন ক্রিকেটের বাহিরে থেকেও নিজেকে ফিট রাখার বিষয়ে আশরাফুল বলেন, ‌‌‘অলমোস্ট ৮-৯ মাস পর হোম অব ক্রিকেটে এসেছি। কিন্তু লাস্ট আড়াই-তিন মাসে আমি ইন্ডিভিজুয়ালি ট্রেনিং করেছি। আমার বাসার সামনে, ধানমন্ডি গিয়ে জিম সেশন, স্কিল ট্রেনিং এবং লাস্ট দুই মাস প্রচুর ম্যাচ খেলেছি। ঢাকার যেকোন জায়গায় সুযোগ করে ম্যাচ খেলার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘ফিটনেস টেস্টটা আজকে (সোমবার) হলো, ১১.৪ হয়েছে। আরও একটু বেটার হলে ভালো হতো। লাস্ট চার-পাঁচ দিন আসলে ঠান্ডার কারণে যেটা আশা করেছিলাম সেটা দিতে পারি নাই। তারপরও হ্যাপি।’

জাতীয় দল বা অন্যদের জন্য বিসিবির নিয়ন্ত্রণে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকলে ফাস্ট ক্লাস ক্রিকেটারদের জন্য তেমন সুযোগ নেই উল্লেখ করে সাবেক এ অধিনায়ক বলেন, ‘আসলে যারা ঢাকার মাঝে ছিলাম আমরা একটু আনলাকি। কারণ, অফ সিজনের ফেসেলিটিসটা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করতে হয়।’

বিষয়টি ব্যাখা দিয়ে আশরাফুর বলেন, ‘আমাদের (বিসিবির) একটাই ইনডোর। সেখানে ন্যাশনাল টিম, এইচপি, নারী টিম, অনূর্ধ্ব-১৯ সবাই প্র্যাক্টিস করে থাকে। কিন্তু আমরা যারা ফাস্ট ক্লাস ক্রিকেটার, যারা উঠতি ক্রিকেটার তাদের জন্য কিন্তু ওই সুযোগ-সুবিধা কম। তো, এটা আমরা ইন্ডিভিজুয়ালি করে থাকি।’

মোহাম্মদ আশরাফুল ছাড়াও বিসিবির ফিটনেস টেস্টে ১১৩ জনের মাঝে প্রথম দিন সোমবার (৯ নভেম্বর) ৮০ জন খেলোয়াড় অংশ নেওয়ার কথা ছিল। তার মধ্যে সাকিব আল হাসান প্রথম দিন তার ফিটনেস টেস্ট দেননি। জানা গেছে, আগামী বুধবার তিনি ফিটনেস টেস্ট দেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন