শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

উদযাপনে বিএনপির কমিটি গঠন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশের মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এজন্য দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালামকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশের সূবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদযাপন কমিটির অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, মীর মোহাম্মাদ নাছির উদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, রুহুল আলম চৌধুরী, মাহমুদুল হাসান, আবদুল আওয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য- রিয়াজ রহমান, এজে মোহাম্মদ আলী, কবির হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভূঁইয়া, গাজী মাজহারুল আনোয়ার, মাহবুবুর রহমান, আনহ আক্তার হোসেন, জয়নাল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, কামরুল ইসলাম, আবদুল কাইয়ুম, ইসমাইল জাবিউল্লাহ, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, তাজমেরী এসএ ইসলাম, শাহিদা রফিক, গোলাম আকবর খোন্দকার, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, তাহমিনা রুশদি লুনা, সুকমল বড়–য়া, বিজন কান্তি সরকার, তৈমুর আলম খন্দকার, বোরহান উদ্দিন, এসএম ফজলুল হক, এমএ লতিফ, মো. আব্দুস কুদ্দুস, ফরহাদ হালিম ডোনার, আব্দুল হাই, আব্দুল হাই শিকদার। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, হারুন-অব-রশীদ।

সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মাহবুবের রহমান শামীম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নজরুল ইসলাম মঞ্জু, আসাদুল হাবিব দুলু, সাখাওয়াত হাসান জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ। কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাসুদ আহমেদ তালুকদার, জয়নাল আবেদিন, সোহরাব উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, আশরাফ হোসেন উজ্জ্বল, এবিএম মোশাররফ হোসেন, রাশেদা বেগম হীরা, মোসাদ্দেক হোসেন বুলবুল, গৌতম চক্রবর্তী, হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, আসাদুজ্জামন আসাদ, মা ম্যা-চিং, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ড, মোস্তাক মিয়া, শরিফুল আলম, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম আলিম, শাকিল ওয়াহেদ, কাদের গণি চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল, রেহেনা আক্তার রানু, রফিকুল ইসলাম, কাজী আবুল বাশার, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, শাহাদাত হোসেন, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন। এছাড়া সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন