শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ট্রেনের ইঞ্জিন থেকে মাদক উদ্ধার

চালক ও সহকারী আটক

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

র‌্যাব অভিযানে ট্রেন তল্লাশি করে ৪৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ট্রেন চালক ও সহকারী চালককে আটক করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা আড়ায়টার দিকে জয়পুহাটের র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট রেলস্টেশনে পার্বতীপুর থেকে খলনাগামী তেলবাহী ট্রেনের ইঞ্জিন তল্লাশি করে। এসময় ইঞ্জিনের ভিতরে একটি বস্তাতে থাকা ৪৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ ট্রেন চালক শাহিনুল (৩৮) ইসলাম ও সহকারী চালক মো. হায়দারুল ইসলাম(৩৬)কে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোর্পদ করেছে।
ট্রেন চালক শাহিনুল ইসলাম যশোর জেলার মনিরাম উপজেলা জয়পুর গ্রামে মো. আনোয়ার হোসেনের ছেলে এবং সহকারী চালক হায়দারুল ইসলাম দিনাজপুরের পার্বতীপুর পাওয়ার হাউজ কোলোনীর মো. সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে ৫ জনকে আসামি করে সান্তাহার রেরওয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন