চিত্রনায়িকা ও নির্মাতা কবরী নির্মাণ করছেন ‘এই তুমি সেই তুমি নামের একটি সিনেমা। সিনেমাটির একটি গান কবরী নিজেই লিখেছেন। এই প্রথম তিনি গান লিখলেন। গানের শিরোনাম ‘তুমি সত্যি করে বলো’। গানটি গেয়েছেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল। সুর করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এই সিনেমার চারটি গানের সুর করেছেন সাবিনা ইয়াসমীন। সাবিনা ইয়াসমিন বলেন, কবরীর লেখার হাত ভালো। চমৎকার লিখেছেন। চেষ্টা করেছি ভালো সুর করার। ইমরান-কোনাল দুজনেই ভালো গেয়েছে। তাদের গায়কীতে আমি মুগ্ধ। অবশ্য তাদের কণ্ঠে গানটি বেশ ভালো মানাবে সেটি জানতাম। কারণ, সুর করার পর মনে হলো, এই গানের জন্য তারা যথার্থ। প্রত্যাশার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত সিনেমাটির দুটি গানের কাজ স¤পন্ন হয়েছে। শিগগিরই বাকি দুটি গান স¤পন্ন করার কথা জানান সাবিনা ইয়াসমীন। আর গান দুটির শিল্পী কারা হচ্ছেন, তা নিয়ে চলছে পরিকল্পনা। উল্লেখ্য, ইতোমধ্যে সিনেমাটিরও অধিকাংশ অংশের শুটিং স¤পন্ন হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন