মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলিন্স ডিকশনারি অনুযায়ী ‘লকডাউন’ ওয়ার্ড অব দি ইয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৮:০৮ পিএম

মহামারি করোনাভাইরাসের সময়ে বিশ্বজুড়ে ‘লকডাউন’ শব্দটিকে ‘বাজওয়ার্ড’ হিসেবে মনে করছেন কলিন্স ডিকশনারি। যা রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে সবদেশে। করোনাকালে ‘লকডাউন’ শব্দটি ফ্যাশনাবেল হয়েও দাঁড়িয়েছে। অভিধানবিদরা ‘লকডাউন’ শব্দের আড়াই লাখ ব্যবহার লিপিবদ্ধ করেছেন এ বছর। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার।। -ডেইলি মেইল

সংক্ষেপে বিএলএম বা ব্লাক লাইভস ম্যাটার কিংবা মেগজিট শব্দও আছে। আমাদের কাউকে কোনো শব্দ বাছাই করতে বললে তা মুদ্রণযোগ্য নাও মনে হতে পারে, তবে কলিন্স ‘লকডাউন’কেই বেছে নিয়েছে। ‘লকডাউন’ শব্দের অর্থ মানে কলিন্স ডিকশনারি ভ্রমণ, সামাজিক মেলামেশা ও জনসমাবেশে কঠোর বিধিনিষেধ আরোপ হিসেবে সংজ্ঞায়িত করেছে। ১০টি মানের অন্যগুলো হচ্ছে স্ববিচ্ছিন্ন, সাময়িক ছুটি, সামাজিক দূরত বা এক অর্থে করোনাভাইরাস। কলিন্সের ভাষা বিষয়ক পরামর্শদাতা হেলেন নিউজস্টিড বলেন, ভাষা আমাদের চারপাশের বিশ্বের প্রতিচ্ছবি এবং এ বছর বিশ্বব্যাপি মহামারী প্রাধান্য পেয়েছে। বিশ্বব্যাপি কোটি কোটি মানুষ লকডাউনের অভিজ্ঞতায় ভাইরাস থেকে সংক্রমিত না হতে নিজেদের জীবনকে সীমাবদ্ধ করেছে। তিনি বলেন, লকডাউন আমাদের কাজ, শিক্ষা, দোকানপাট, সমাজ ও জীবিকাকে আক্রান্ত করেছে। অনেক দেশ দ্বিতীয়বারের মত লকডাউন আরোপ করছে ফলে সেসব দেশের মানুষ হয়ত এ শব্দটি উদযাপন করতে চাইবে না কিন্তু এ শব্দটি বছরের সমষ্টি হয়ে উঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন