শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন ও পাকিস্তানি নেতাদের সাথে এসসিও ভার্চুয়াল বৈঠকে মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ভার্চুয়াল শীর্ষ বৈঠকে যোগ দিচ্ছেন। এই সম্মেলনে সংস্থার আগামী বছরের এজেন্ডা নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে। কোভিড-১৯-এর কারণে এবারের সম্মেলন হচ্ছে ভার্চুয়াল। এসসিওর বর্তমান চেয়ার রাশিয়া চলতি বছর গ্রæপের সব সভা কার্যত ভার্চুয়ালই করেছে। অবশ্য সেপ্টেম্বরে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকগুলো সশরীরেই হয়েছে। ভারত-চীন সীমান্ত অচলাবস্থার প্রেক্ষাপটেই এসসিও শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এতে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান তথা এসসিওর আট সদস্যের সবাই উপস্থিত থাকবে। চার পর্যবেক্ষক দেশ - ইরান, আফগানিস্তান, বেলারাস ও মঙ্গোলিয়াও সম্মেলনে যোগ দেবে। হিন্দুস্তান টাইমস, এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন