বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

৩ মাসে ৮৭৬ বেসামরিক নিহত আফগানিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পহেলা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আফগানিস্তানে ৮৭৬ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ১,৬৮৫ জন আহত হয়েছে। ইউএস স্পেশাল ইন্সপেক্টর ফর আফগানিস্তান রিকন্সট্রাকশনের (সিগার) নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, দেশটিতে সহিংসতা বাড়ছে এবং আগের তিন মাসের তুলনায় জুলাই-সেপ্টেম্বর মেয়াদে সহিংসতা ৪৩% বৃদ্ধি পায়। অন্যান্য বছরের তৃতীয় কোয়ার্টারের তুলনায় এবার হতাহত সংখ্যা তুলনাম‚লক বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলার সময় এই সহিংসতা ঘটছে। প্রতিবেদনে বলা হয়, এই মেয়াদে বেসামরিক হতাহতের বেশিরভাগ ঘটেছে অজ্ঞাত বিদ্রোহীদের দ্বারা (৫৫%) এবং এরপরে আছে তালেবান (৪২%)। পাশাপাশি আফগান বাহিনীর দ্বারা হতাহতও দ্বিগুণ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় জানায় যে মাত্র
২৪ ঘন্টার মধ্যে দেশের ২৭টি প্রদেশেই নিরাপত্তাগত ঘটনা
ঘটেছে। টোলো নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Monjur Rashed ১৪ নভেম্বর, ২০২০, ১১:৫৬ এএম says : 0
Cursed country
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন