বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভোটাধিকার ছিল না ৬ লাখ রোহিঙ্গার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে। সোমবার দলটি বলছে, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয় পেয়েছে তারা। অবশ্য এ নির্বাচনে রাখাইন রাজ্যে অবস্থানরত ছয় লাখ রোহিঙ্গা মুসলিমসহ প্রায় ২০ লাখ নৃতাত্তি¡ক গোষ্ঠী ভোট দিতে পারেনি বলে জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো। ২০১১ সালে সেনাশাসনের কবল থেকে বেরিয়ে গণতন্ত্রের যাত্রা হয় মিয়ানমারে। রোববার দ্বিতীয়বারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে আভাস দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোও।এনএলডির মুখপাত্র মিও নিয়ান্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিভিন্ন স‚ত্র মারফত আমরা জেনেছি এনএলডি শুধু প্রয়োজনীয় ৩২২টি আসনেই নয়, বরং ২০১৫ সালের রেকর্ড ৩৯০টি আসন জয়ের রেকর্ড ভাঙবে। অবশ্য দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি। মিও বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাই। জনগণের জন্য, দলের জন্য এটি উৎসাহজনক নির্বাচনী ফল। মিয়ানমারের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণায় আরো কয়েকদিন লাগবে বলে জানা গেছে। এএফপি, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন