মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিশ্বনাথে নির্বাচনী মামলায় বিএনপির ৩২ জনের আগাম জামিন

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ৫:১৫ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি ভোট কেন্দ্রে হামলা ভাংচুর নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবরোধ, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলার ৩৫ আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার ৩২জন আসামি জামিনে মুক্তি লাভ করেছেন। ইতিপূর্বে ২জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছিল। বুধবার দুপুরে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ’র বেঞ্চে জামিন আবেদন করলে মহামান্য হাইকোটের দ্বৈত বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বিষয়টি নিশ্চিত করেছেন, ইলিয়াসপুত্র ব্যারিষ্টার আবরাব ইলিয়াস অর্নব।

জামিনপ্রাপ্তরা হচ্ছে, দশঘর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা বিএনপি নেতা আরব খান, জয়নাল আবেদীন, জানু মিয়া, পৌর বিএনপি নেতা আহেমদ-নূর উদ্দিন, আবদুর রহমান খালেদ, ফরিদ আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম হান্দু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোবিন্দ মালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, দৌলতপুর যুবদলের সভাপতি আব্দুর রউফ, যুবদল নেতা মিজবাহ খান, সুলতান খান, আবদুুল মুমিন কালু, আনোয়ার হোসেন, জাকির আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমেদ প্রবেল, সদস্য সুলতান মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, তেরাব আলী, জাহেদ, হিফজুর রহমান, আতিনুর রহমান আতিকুর, দিলু মিয়া, বেলাল, মখলিছুর রহমান, রাশেদ মিয়া, লিফু মিয়া, রেজাউল করিম রাজু, সালমান, ছাইদুর রহমান।

প্রসঙ্গত, ১৭ বছর পর গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০টি কেন্দ্রের মধ্যে মাছুখালি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী ব্যালট বাক্স নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের আসার পথে সরকারী কাজে বাঁধা ও গাড়ি ভাংচুর এবং নির্বাচনী সরঞ্জাম ছিনতাইয়ের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। এই অভিযোগে বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদী হয়ে ৩৫জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১২০ বিএনপির নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করে, (মামলা নং ২০/২০২০)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন