বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ৫:২৫ পিএম

নওগাঁয় শহরের বালুডাঙ্গা ব্যাসষ্টান্ডে শাহ আলম টায়ার পেস্টিং দোকান, বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ কনফেকশনারীতে অগ্নিকান্ডের সংঘটিত হয়েছে। এতে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকদের সুত্রে জানা গেছে।

শাহ আলম টায়ার পেস্টিং দোকানের স্বাত্তাধিকারী শাহ আলম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০টায় দোকান বন্ধ করে মটর সাইকেল যোগে চকবিরাম বাড়ি চলে যান। বাড়ী পৌছার কয়েক মিনিট পরেও বাসষ্ট্যান্ডের এক বাসের সুপারভাইজার ফোন করে বলে তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে সাথে সাথে দোকানে এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৩ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে শাহ আলম টায়ার পেস্টিং দোকানের সাথে লাগানো বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ কনফেকশনারির যাবতীয় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। শাহ আলম জানান, তার দোকানের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে গেছে। ব্যাংকের এবং বিভিন্ন বেসরকারী সংস্থায় ঋন নিয়ে এই দোকানটি করেছে তারা। এই দোকানই তাদের পরিবারের জীবিকার একমাত্র তার একমাত্র সম্বল। বিসমিল্লাহ হোটেল এন্ড কনফেকশনারীর মালিক এনাম জানান, তার দুটি দোকানে অগ্নিকান্ডে প্রায় ৪গ থেকে ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি ভাবে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে তা এখনও জানা যায় নাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন