শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না

বান্দরবানে আইজিপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

পাহাড়ের সবকিছু সরকারের নজরে রয়েছে। বাংলাদেশের কোথাও কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম এবং রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। গতকাল দুপুরে বান্দরবান সদরের ৪ নম্বর ওয়ার্ডে গর্ণপূত অধিদফতরের বাস্তবায়নে ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট পুুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের সকল মানুষের সর্বোচ্চ নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ফিতা কেটে নবনির্মিত পুুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন এবং ভবন পরিদর্শন করেন। এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন