শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘আলেম ওলামাগণ ঐক্যবদ্ধ থাকলে ইহুদি শক্তি পরাজিত হবেই’

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ বলেছেন, আলেম ওলামারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাতেল শক্তি, ইহুদী শক্তি কখনো মুসলমানদের ক্ষতি করতে পারবে না। আর ইমামরা তো আরো শক্তিশালী। ইমাম মানে নেতা আর সেই নেতা হুকুম দেন। বর্তমানে এক শ্রেণির ইমাম আছি ইমামগণ মুক্তাদিরদের হুকুমে চলি বা অন্য কোনো ফাসেকের হুকুমে চলি। যার কারণে আমরা বেইজ্জতি জিন্দেগী যাপন করছি, মুসলমানদের সমাজ মসজিদ ভিত্তিক হওয়ার কথা মসজিদ থেকে ইমামগণ সমাজকে দিকনির্দেশনা দেয়ার কথা। অথচ এখন জাহেলী সমাজ মসজিদকে শাসন করে। এ অবস্থার কারণে আমাদের উপর আজ গজব আপদ-বিপদ। আমাদের নবী মোহাম্মদ (সা.) কে বিদেশি প্রভুদের নির্দেশনায় ব্যঙ করার সাহস পায়। যদি আলেম ওলামারা সঠিক জিম্মাদারী নিয়ে নির্দেশনা দিতে পারতাম তা হলে এ অবস্থা হতো না। এসব থেকে মুক্তির জন্য আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলেম ওলামাগণ ঐক্যবদ্ধ থাকলে ইহুদীরা পরাজিত হবেই ইনশাআল্লাহ। গতকাল বুধবার বাদ জোহর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নরসিংদী জেলা মাখা আয়োজিত দলীয় কার্যাক্রম পরিকল্পনা সভায় উপস্থিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ নরসিংদীর বিশিষ্ট আলেম ওলামাগন এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি রবিউল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবদুল বারী ও মাওলানা মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল হাকিম, শরীয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল হাই, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি বেলাল হোসাইন কাসেমী, এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।
বক্তব্য শেষে বক্তাগণ দৈনিক ইনকিলাবের প্রশংসা করেন। তারা বলেন, এসময়ে বা অতিতে বিপদের দিনে দৈনিক ইনকিলাব আলেম ওলামাদের পাশে ছিলেন এ জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন