শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সান্তাহারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বগুড়ার সান্তাহারে শোবার ঘর থেকে ফাহিমা (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের ইয়ার্ড কলোনির মৎস্য ব্যবসায়ী সাইফুলের দ্বিতীয় স্ত্রী ও একই এলাকার মৃত আয়নাল কহেরের মেয়ে। এলাকাবাসী ও পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী ও বাড়ির ভাড়াটিয়া সূত্রে জানা যায়, ফাহিমা গত সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে শোবার ঘরে ঘুমিয়ে পরে। এরপর বাড়ির ভাড়াটিয়ারা তার ঘরে তালা ঝুলানো দেখে। একপর্যায়ে গতকাল বুধবার সকালে গন্ধ বের হলে বাড়ির অপর ভাড়াটিয়ারা তার ভাই বোনকে খবর দিলে তালা খুলে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। 

এলাকাবাসী ও পুলিশের ধারণা শ্বাসরোধ করে স্বামী তাকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ১২ নভেম্বর, ২০২০, ১১:০৩ এএম says : 0
All the crime is happening because our Beloved country is ruled by man made Law. Allah Created Human Being from despised water and came out from private part so that human being cannot boast. Allah is the creator as such He legislated a unique Law [Qur'an] so that Human Being can leave in this fleeting world in peace and prosperity.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন