শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩৪ নৌদস্যুর আত্মসমর্পণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ২:৩৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে এই অঞ্চলের উপকূলীয় এলাকায় সক্রিয় ৩৪ জন নৌদস্যু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসর্ম্পণ করেছেন। এসময় তারা তাদের হেফাজতে থাকা দেশি-বিদেশি ৯০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দেন।
বৃহস্পতিবার বাঁশখালীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। র‌্যাব-৭ চট্টগ্রামের দীর্ঘ প্রচেষ্টায় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেন ১১টি বাহিনীর ২৪ জনসহ ৩৪ নৌদস্যু। এসময় তারা অতীতের অপরাধের জন্য ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে আইজিপি ড. বেনজির আহমেদসহ পুলিশ ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।
আত্মসমর্পণকারী হচ্ছেন- বাইশ্যা বাহিনীর আব্দুল হাকিম ওরফে বাইশ্যা ডাকাত (৫২), আহামদ উল্লাহ (৪২) ও আব্দুল গফুর ওরফে গফুর (৪৭)। ফুতুক বাহিনীর দিদারুল ইসলাম ওরফে পুতিক্যা (৩২), জসিম উদ্দিন (২৬) ও মিজানুর রহমান (২৩)।
খলিল বাহিনীর আব্দুর রহিম (৬৪) ও মাহমুদ আলী ওরফে ভেট্টা। বাদল বাহিনীর ওবায়দুল্লাহ (৩৬), রমিজ বাহিনীর ইউনুছ (৫৬), দিদার বাহিনীর তৌহিদ ইসলাম (৩৪), বাদশা বাহিনীর নিজাম উদ্দিন ভান্ডারী, ইউনুস (৫১), কামাল উদ্দিন (৪৭), কাদের বাহিনীর আব্দু শুক্কুর (২৮)।
জিয়া বাহিনীর সাহাদাত হোসেন দোয়েল (৪১), পারভেজ (৩৩), নাছির বাহিনীর নাছির (৫১), আমির হোসেন (৪৮), সাকের (৪০)। কালাবদা বাহিনীর সেলিম বাদশা (৩৪), আব্দুল গফুর ওরফে গফুর, আবু বক্কর সিদ্দিক (৩১), মামুন মিয়া (২৭)।
অন্যান্য দস্যুবাহিনীর আবু বক্কর সিদ্দিক ওরফে বাইশ্যা (২৯), বেলাল মিয়া (৩০), আব্দুল হাকিম ওরফে বাক্কু (৩৫), রশিদ মিয়া (৩৬), ইসমাইল (২৪), সাহাবুদ্দিন ওরফে টুন্নু (৩২), ফেরদৌস (৫২), রেজাউল করিম (৪০), ইউনুচ (৪২) ও মঞ্জুর আলম (৪২)। র‌্যাব জানায়, যারা আত্মসমর্পণ করেছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে র‌্যাবের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে। যারা এখনো আত্মসমর্পণ করেননি তাদের আইনের আওতায় আনতে র‌্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। যারা আত্মসমর্পণ করেছেন তারা যেন আর ভুল পথে পা না বাড়াতে পারে সেদিকে নজরদারী অব্যাহত থাকবে।# র ই সেলিম ১২/১১/২০২০ইং

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন