শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ তুরস্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মহামারি করোনার নৈরাজ্যে আবারো বিপর্যস্ত বিশ্ব। পৃথিবীর অনেক দেশেই করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তুরস্কে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক আদেশে বলেন, মহামারির সময় নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এমন আদেশ দেয়া হয়েছে। দেশব্যাপী এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাগরিকরা যাতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে পারে সেজন্য ১২ নভেম্বর থেকে যেখানে জনসমাগম থাকে এমন জায়গা যেমন- রাস্তা, গণপরিবহন, চত্বরে ধুমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’ দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বুধবার দেশটিতে নতুন করে ২৬৯৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন