শিশুর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে নগরীতে এক আনসার সদস্যকে আটক করা হয়েছে। কোতোয়ালী থানার পাথরঘাটায় নির্যাতিত আট বছরের শিশু আপন দাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা গঙ্গাবাড়ি মাঠে খেলতে গিয়েছিল একদল শিশু কিশোর। এ সময় মাঠের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে অন্য শিশু-কিশোররা পালিয়ে গেলেও মাটিতে পড়ে যায় আপন। আনসার সদস্য রুবেল শিশু আপনকে ধরে তার পায়ুপথে হাতে থাকা লাঠি ঢুকিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে রক্তাক্ত ওই শিশুকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। আপন দাশ নগরীর জলিলগঞ্জ এলাকার রুপন দাশের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন