শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদীতে বোমা হামলার দায় স্বীকার আইএসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১০:৩৮ এএম

সউদীতে বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি বিবৃতিতে আইএস'র পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার সউদী আরবের জেদ্দায় একটি সমাধিতে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের সময় বোমা হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আইএস'র বিবৃতিতে বলা হয়, ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে কূটনীতিকদের লক্ষ্য করেই এই বোমা হামলা চালানো হয়েছে।
ইসলামিক স্টেটের (আইএস) মুখপত্র ‘আমাক’-এ প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, মহানবীকে অপমান করে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের কূটনীতিককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

এদিকে সউদী আরবের বোমা হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন, ইতালি এবং গ্রিস। এই সব দেশের কূটনীতিকেরাও হামলার দিন ওই সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন