শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালন

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজবাড়ীতে ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে তার সমীতে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আহম্মেদ সালেহীন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়াও সকাল দশটায় কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর শিল্পকলা একাডেমীতে ছড়া উৎসব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। সাহিত্য রচনার পাশাপাশি সাংবাদিকতাও করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন