করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবু হেনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার উপজেলার যোগীপাড়া ইউনিয়নে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। আবু হেনার ভাতিজা অ্যাডভোকেট মাহফুজের বরাত দিয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু হেনা অসুস্থ হলে তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সবশেষ শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আবু হেনা ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুইবার ধানের শীষ প্রতীক নিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন