শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সৌমিত্র সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৫:৫৯ পিএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই কথা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। মরহুমের আত্মার শান্তি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রসঙ্গত, কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ ৪০ দিন টানা করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করেছেন বাংলা সিনেমার এই অভিনেতা-নাট্যকার-বাচিকশিল্পী-কবি ও চিত্রকর। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ওই হাসপাতালে ভর্তি হন। এরআগে তিনি ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল, তার শ্বাসনালিতে অস্ত্রোপচারও করা হয়। গত ১৩ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে। হৃদযন্ত্র আর কিডনির জটিলতা অনেকটা বেড়ে যায়। রবিবার বেলা সোয়া ১২টার দিকে এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন