বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

২০ লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে শাইখ সিরাজের ইউটিউব চ্যানেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

গুগলের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে উন্নয়ন সাংবাদিক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।গত ৩১ অক্টোবর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখ পূর্ণ হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মে এক লাখ সাবস্ক্রাইবার অর্জনের জন্য শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলটি সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার ১৭ মাসের মধ্যে ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ¯পর্শ করায় গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড পায়। এরপর ১ বছর ২২ দিনের ভেতরই আরও ১০ লাখ সাবস্ক্রাইবার চ্যানেলটির সাথে যুক্ত হয়েছেন। মূলত কৃষি বিষয়ক কনটেন্ট আপলোড করা হয় তার চ্যানেলে। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানটি যেমন মানুষের কাছে তুমুল জনপ্রিয় তেমনি ইউটিউবেও দেশে-বিদেশে অগণিত দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে এই অনুষ্ঠান। হৃদয়ে মাটি ও মানুষ, ছাদকৃষি, প্রবাসী বাঙালির আঙিনাকৃষি, ফিরে চল মাটির টানে, কৃষি ভিনদেশী, কৃষকের ঈদ আনন্দ, কৃষি বাজেট কৃষকের বাজেট, গ্রাম বাংলার এবং বিভিন্ন দেশের নানা ধরনের ফিচারসহ কৃষি প্রতিবেদন আকৃষ্ট করেছে বিশ্বব্যাপী বহু মানুষকে। চ্যানেলটির অ্যানালিটিক্স বলছে, ব্যবহারকারীরা গড়ে ৫ মিনিট এখানে ভিডিও দেখে আর এই চ্যানেলের ওয়াচ টাইম ঈর্ষণীয় এবং অবিশ্বাস্য একটি পর্যায়ে গিয়েছে। যার হিসাব হলো ২ কোটি ৪৫ লাখ ঘণ্টা (ওয়াচ টাইম)। অ্যানালিটিক্স থেকে জানা যায়, ২৪-৩৫ বছরের তরুণদের মাঝে চ্যানেলটি বেশি জনপ্রিয়। সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখ ছাড়ানোর পর শাইখ সিরাজ বলেন, আমি আনন্দিত। সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ধন্যবাদ। আমার কন্টেন্টগুলো নির্মাণের মূল উদ্দেশ্য এগুলো দেখে তরুণরা যেন কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠে। আর দেশের কৃষি ও কৃষকের সমস্যা তুলে ধরার পাশাপাশি আমি চেয়েছি আন্তর্জাতিক কৃষিবার্তা এদেশের কৃষক, বিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকদের মাঝে পৌঁছে দিতে। ১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানটি উপস্থাপনার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন শাইখ সিরাজ। ২০০৪ সালে ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চ্যানেল আইয়ে শুরু হয় কৃষি বিষয়ক অনুষ্ঠান, হৃদয়ে মাটি ও মানুষ। ২০১১ সাল থেকে যাত্রা শুরু হয় শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলের। এখন পর্যন্ত ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লাইক করেছেন ৩৮ লাখ ৬১ হাজার ১৬৪ জন। এছাড়াও ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার এ.এইচ.বুর্মা পুরস্কারজয়ী এই সাংবাদিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন