মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রেলে যাত্রীসেবা বাড়াতে কাজ চলছে

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী বলেছেন, যাত্রীসেবার মান বাড়াতে কাজ করছে রেলওয়ে। আগামী দিনগুলোতে যাত্রীদের জন্য আরও নানাবিধ সেবা যুক্ত করা হবে। গতকাল রোববার রেলওয়ের ১৫৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৫ নভেম্বর ‘রেল দিবস উপলক্ষে’ সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সরদার সাহাদাত আলী। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয়ের জোর প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক তারেক মোহাম্মদ সামছ তুষার, আরএনবির চিফ কমান্ডেট জহিরুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনসার আলী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন