বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট শাহজালাল (র.) মাজার থেকে এক ভূয়া নারী পুলিশ সদস্য আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১:৩৫ পিএম

নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার থেকে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম হালিমা বেগম (২৫)। রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে থেকে আটক করা হয় তাকে।

আটককৃত হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ওরফে জিলালের কন্যা। কোতোয়ালী মডেল থানার এস আই মো. আব্দুল বাতেন ভূঁইয়া জানান, রোববার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামে একজন মহিলাকে পুলিশের ইউনিফর্ম পড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন টহল পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাকে।

তিনি জানান, আটককৃত হালিমা বেগমের গ্রামের বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ জন্য গত শনিবার পুলিশের ইউনিফর্ম পড়ে গ্রামে যান। সেখান থেকে রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পড়ে হযরত শাহজালাল (রহ.) মাজারে আসেন তিনি। তিনি আরো জানান, অসৎ মতলবে সুবিধা লাভের আশায় পুলিশের ইউনিফর্ম পড়েছিল সে। তার বির“দ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে কোতোয়ালী মডেল থানায়। আজ (সোমবার) ওই মামলায় তাকে আদালতে হাজির করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন