শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ অস্ট্রেলিয়া উচ্চ সতর্কতায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

এপ্রিলের পর প্রথমবারের মতো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর দক্ষিণ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ উচ্চ সতর্ক ঘোষণা করেছে। তারা পরিস্থিতিকে বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে। এপ্রিলের পর সেখানে ১৮ জন করোনায় আক্রান্ত হওয়ার পর এমন অবস্থায় গিয়েছে কর্তৃপক্ষ। অ্যাডেলেইডে একজন হোটেলকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। আক্রান্ত কমপক্ষে ১৩ জনের তার সঙ্গে সংযোগ ছিল বলে বলা হয়েছে অনলাইন বিবিসির এক প্রতিবেদনে। কর্মকর্তারা বলছেন, ওই হোটেলকর্মীর কাছ থেকে স্থানীয় একটি পরিবারের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ফলে সেখানে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে। নেয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। দ্বিতীয় দফা করোনা সংক্রমণকে পরাজিত করে আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন