শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আরটিভি’র নতুনধারাবাহিক নাটক হুলুস্থুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

অভিনেতা-নির্মাতা জাহিদ হাসানের পরিচালনায় আরটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক হুলুস্থুল। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। অভিনয় করেছেন জাহিদ হাসান, শারমিন জোহা শশী, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, আলী রাজ, জামিল হোসেন, সজিব, আমিন আজাদ, নয়নপ্রমুখ। প্রচার হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনিবার রাত ১০টায়। গ্রামীণ প্রেক্ষাপটের গল্প নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে। এর কাহিনীতে দেখা যায়, তরিকত প্রাণপন দৌঁড়াচ্ছে। লাঠি হাতে ওকে তাড়া করছে মেন্টাল শরিফ। শরীফ তার উপর প্রচণ্ড রেগে আছে। তার এই রেগে থাকার কারণ হচ্ছে, গ্রামের বড়ভাই জুলফিকার ঘোষণা দিয়েছে গ্রামে শুটিং করবে, তাকে নাটকে অভিনয় করতে হবে। সে চিন্তা করেছে বড়ভাইয়ের নাটকে সে হিরো হবে কিন্তু গ্রামের ছেলে সামান্য তরিকতও যখন নিজেকে হিরো হওয়ার জন্য নিজেকে জাহির করে, তখন সে আর রাগ সামলাতে পারে না। মেন্টাল হলেও শরীফ নিজেকে গ্রামের সবচাইতে সুদর্শন ছেলে মনে করে। সে থাকতে অন্য কেউ হিরো হবে তা মেনে নিতে পারে না। এভাবে একের পর এক হাস্যকর ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ধারাবাহিকটির কাহিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন