শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাউজানে উন্নয়ন কাজের উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় পাহাড়তলী চৌমুহনী বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, মদ গাজা ইয়াবা বিক্রি ও সেবনকারী দেশের শত্রু। তিনি আরও বলেন, সমাজ ও দেশ থেকে এসব অন্যায়কারীদের নিশ্চিহ্ন করে দিতে পারলেই এদেশ অনেক এগিয়ে যাবে। ইউনিয়ন সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় তরুন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, আনোয়ারুল ইসলাম, রাঙ্গুনিয়ার নেতা আক্তার হোসেন খান, দোস্ত মোহাম্মদ খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম। এর আগে ৬ তলা বিশিষ্ট দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর প্রদান করেন ফজলে করিম এমপি। একই স্থানে ন্যায্য মূল্য ও গুনগত মানের রাউজান প্যামেলী মার্টের উদ্বোধন করেন তিনি। এ সময় দোয়া পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (মা.জি.আ)। এরপর রাউজান সদর আলো শাড়ীজের পাশে তার ব্যাক্তিগত পক্ষ থেকে উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৫০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন