বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৪ বছর পর দেশে ফিরলেন ইরানি নাবিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৯:১৭ এএম | আপডেট : ৯:১৮ এএম, ১৭ নভেম্বর, ২০২০

তানজানিয়ায় চার বছর ধরে অনর্থক আটক থাকার পর ইরানের আটজন নাবিক দেশে ফিরেছেন। ইরান সরকারের সফল কূটনীতি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মুক্তি সম্ভব হয়েছে।

আজ (সোমবার) নাবিকরা ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর চবাহারে পৌঁছান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হামিদ রেজা তুসি জানান,গত সপ্তাহে এই আট নাবিক তানজানিয়া থেকে মুক্তি পেয়েছেন।

তিনি জানান, আফ্রিকার এ দেশটিতে অবস্থিত ইরানের দূতাবাস, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নাবিকের মুক্তির পথ সহজ করেছে।

ইরানি নাবিকদের মুক্ত করার জন্য তানজানিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কয়েকদফা দেশটির প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।

তুসি জানান, তানজানিয়ায় এখনো কমপক্ষে ২২ জন ইরানি জেলে আটক রয়েছেন।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন