শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শত বছরের পুরোনো কফিনে সোনার মূর্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১০:২৮ এএম

শত শত বছরের পুরোনো কফিনে সোনার মূর্তি পেয়েছে মিসর সরকার। রহস্যে ঘেরা প্রায় ৪০ কফিন উদ্ধার করা হয়েছে একটি কবরস্থান স্থান থেকে।

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে ১০০টি কফিন উদ্ধার করা হয়েছে। আড়াই হাজার বছরের পুরনো এই কফিনগুলো উদ্ধার করেছে স্থানীয় পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপও দেওয়া রয়েছে।

বেশ কয়েকটি কফিনের ভেতর সোনার মূর্তিও রয়েছে। উদ্ধার হওয়া ১০০টি কফিন পলিমেইক শাসনকালের বলে জানিয়েছেন মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকের শাসনকাল। উদ্ধার হওয়া মমি ও কফিনগুলো কায়রোর তিনটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি। গ্র্যান্ড মিসরীয় জাদুঘরেও এগুলো প্রদর্শন করা হবে।

সাক্কারা নেক্রোপলিসের কবরস্থানে আরও একটি রহস্যে মোড়া কফিন উদ্ধার হয়েছে। তবে সেই কফিন সম্পর্কে এখনই কিছু খোলসা করেনি প্রশাসন। আভাস দেওয়া হয়েছে, বছরের শেষ দিকে সেই কফিন সম্পর্কে জানানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
S M Zahid Hasan ১৭ নভেম্বর, ২০২০, ৪:৫১ পিএম says : 0
বাংলাদেশ একটা সোনার কফিন পাইলে ভালো হতো
Total Reply(0)
মিনহাজ ১৭ নভেম্বর, ২০২০, ৪:৫৩ পিএম says : 0
আমাদের দেশেও এরকম অনেক কিছু আছে। কিন্তু আমাদের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ কি করে সেটাই বুঝি না
Total Reply(0)
রুহান ১৭ নভেম্বর, ২০২০, ৪:৫৪ পিএম says : 0
জীবনে সুযোগ হলে একবার মিশরে যাবো
Total Reply(0)
আবদুল মান্নান ১৭ নভেম্বর, ২০২০, ৪:৫৫ পিএম says : 0
এতে মিশরের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
Total Reply(0)
কামাল রাহী ১৭ নভেম্বর, ২০২০, ৪:৫৫ পিএম says : 0
মিশরের সব ভালো লাগে, শুধু এখনকার সরকার ছাড়া
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন