শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একদিনে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১০:০১ এএম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে। আর এই কারণে বাড়ছে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা।

এদিকে সপ্তাহের ব্যবধানে আবারও করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। একদিনে আরও সাড়ে ৫ লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে কোভিড নাইনটিন। ফলে মোট মৃত্যু ১৩ লাখ ৪৩ হাজার ছুঁইছুঁই এবং আক্রান্ত ৫ কোটি ৬০ লাখের মতো।


৬শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্য। এদিন প্রাণহানি ৫শ’র নিচে ছিল ইরান, ভারত, রাশিয়া ও স্পেনে। আবারও দৈনিক মৃত্যু ৪শ’ ছুঁইছুঁই আর্জেন্টিনা, জার্মানি এবং পোল্যান্ডে।

মহামারির দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু-সংক্রমণ, দু’ক্ষেত্রেই ভয়াবহতম সময়ে পা রেখেছে বিশ্ব। মঙ্গলবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১৫শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৫৪ হাজারের বেশি। দেড় লাখের বেশি নতুন সংক্রমণে মোট আক্রান্ত ১ কোটি ১৭ লাখের মতো মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। এপ্রিলের পর ফের ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ গেছে সাড়ে ৭শ’ মানুষের। মোট মৃত্যু সাড়ে ৪৬ হাজার; আক্রান্ত সাড়ে ১২ লাখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ১৮ নভেম্বর, ২০২০, ২:৫৫ পিএম says : 0
আমাদের রাষ্ট্রের এখনো জরুরী গুরুত্বপূর্ণ ঘোষণা আইন শৃংখলা বাহিনীর কঠোরতা দেশের স্বাস্থবিষয়ক ঘোষণাপত্র জরুরী বিজ্ঞপ্তি মানুষের মাঝে আক্রান্ত হওয়ার ভয় কিছু তো পরিলক্ষিত হচ্ছে না। হাটে বাজারে মার্কেটে আইন অঙ্গনে কোথাও স্বাস্থ্যবিধি মানার শৃংখলার কিছুইনাই কেন গতকাল সাড়ে দশহাজার মৃত্যুর রেকর্ড। দশ লাখের বেশি আক্রান্ত। বাংলাদেশে দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে। সরকারের নির্দেশনা জনসাধারণের কানে পৌঁছনোর পরও মানছেনা কেন????। দেশে রাজনীতি মিছিল মিটিং বিয়ে শাদী আলোচনা সমালোচনা স্বাভাবিক গতিতে চলছে।বিশ্ব বাস্তবতা মহামারী ভাইরাসের আক্রমণ পেক্ষাপটে সরকার কেন আগাম সতর্কতার জরুরী ব‍্যবস্থা নিচ্ছেন না।১নম্ভর মানুষের সমাগমের উপর বিধি নিষেধাজ্ঞা।২নং স্বাস্থ্য বিষয়ে বিধি নিষেধাজ্ঞা কঠোরভাবে পালনের জন্যে পুলিশ কঠোর অবস্থানকারী হিসাবে থাকবেন।৩নং বিচার অঙ্গনের গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিদের গঠনমূলক স্বাস্থ্যবিধি মোতাবেক সময় নিদ্ধারণ। আমাদের লিখাগুরুত্বহীন সরকারের নীতিনিদ্ধারণ আইন শৃংখলা বাহিনীর সিদ্ধান্তের মাঝেই মানুষের জীবন আক্রান্ত ও হতাহতের হাতহতে রক্ষা পাবেন। লকডাইন নয়। অর্থনীতির চাকা বন্ধ নয়। মুখে মাক্স হাতে গ্লাস স্বাস্থবিষয়ক নির্দেশনা মানার মাঝেই জীবনের নিরাপত্তা নিশ্চিতরূপে করতে প্রয়োজন শৃংখলা। আর শৃংখলার জন্যে চায় শাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠিন হুসিয়ারী করোনার দ্বিতীয় ঢেউ শুরু। বিশ্ব পরিসংখ্যান আক্রান্ত মৃত্যুর রেকর্ডের মাত্রা বাড়ছে। বাংলাদেশের মত বিশৃঙ্খলা পরিবেশে সরকারের কঠোর কঠিন সিদ্ধান্তের বিকল্প নাই এটি পকৃতির অভিশাপ এটি অদৃশ্য শক্তির ভাইরাস। এটি আজাব গজব। ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব‍্যাক্তি আক্রান্ত মৃত্যু। রাজা বাদশাহ মন্ত্রী বাহাদুর ক্ষমতাবান ক্ষমতাহীন ঐ লিষ্টে কার নাম লিপিবদ্ধ আছেন জানিনা। আল্লাহর দরবারে তোওবা করার সুযোগপাবেনা।আল্লাহর জমিনজুড়ে এত ভয়ংকর মহাবিপদের মাঝেও মানুষের শিক্ষা হচ্ছেনা আল্লাহ্ আপনার দরবারে আমাদের কৃত কর্মের আমাদের গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের কে ক্ষমা করুন। আমাদের দয়া করুন। আপনার নাম রাহমানের রাহিম। আমিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন