শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশেষ মর্যাদা হারাচ্ছে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৩:০৮ পিএম

বিশেষ মর্যাদা হারাচ্ছে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম। হোয়াইট হাউস ছাড়লেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ মর্যাদা হারানের কথা বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টুইটারের সিইও জ্যাক ডরসে। একজন সাধারণ টুইটার কিংবা ফেসবুক ব্যবহারকারী হিসেবে ট্রাম্প সুবিধা পাবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিধিগুলো মেনে চলতে হবে। -সিএনএন

এদিকে ফেসবুক ও টুইটারের বিধি অনুসারে বিশ্বনেতা ও নির্বাচিত কর্মকর্তারা এ ধরনের বিশেষ সুবিধা পেলেও জ্যাক ডরসে বলেন, পোর্টফলিও হারানোর পর তারা তা আর পান না। এবিষয়ে মার্ক জাকারবার্গ বলেন, যদি একজন প্রেসিডেন্টও তার বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা বা সন্ত্রাস ছড়ান বা আপত্তিকর ও বিভ্রান্তি সৃষ্টি করতে চান, তাহলে তা অন্য কোনো ব্যক্তির মতই বিধিনিষেধের আওতায় পড়বে এবং এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। গত জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্যদের মতই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধি নিষেধ মেনে চলতে হবে। এতদিন বিশ্বনেতা হওয়ার কারণে তিনি যে ছাড় পেতেন তা আর পাবেন না। তার মন্তব্য বেদনাদায়ক ও কখনো কখনো সঠিক হয়নি। তবু সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ কখনো কোনো ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি, যা এখন সহজতর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন