বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বারভিডার ভাইস প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বহিষ্কার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ভাইস প্রেসিডেন্ট এস এম আনোয়ার সাদাতকে এসোসিয়েশনের শৃংখলা বিরোধী কার্যক্রমের জন্য কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে বারভিডার ‘সাধারণ সদস্য পদ’ ও ‘ভাইস প্রেসিডেন্ট-১ পদ’ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত বারভিডা কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর তাকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়। বারভিডার সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি চরম অসম্মান, বারভিডার নামে ইস্যুকৃত সরকারি চিঠি বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি নানা দপ্তরে প্রতারণামূলকভাবে পাঠানো, কার্যনির্বাহী পরিষদের নামে প্রধানমন্ত্রীর দফতরে মিথ্যা অভিযোগ এবং বারভিডার স্বার্থ-পরিপন্থী বিভিন্নধর্মী কার্যকলাপে লিপ্ত থাকার মাধ্যমে এসোসিয়েশনের মর্যাদা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করার কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন