বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বলিভিয়ার বিরল ভাইরাস ‘চাপার’ বিশ্বে নতুন বিপদ নিয়ে আসছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১:৪৮ পিএম

বিশ্বে নতুন বিপদ নিয়ে আসছে বলিভিয়ার বিরল ভাইরাস ‘চাপার’।যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে অন্য ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। লাইভ সাইন্সের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে লা পাজায় এই ভাইরাসে পাঁচজন আক্রান্ত হন। মারা যান তিনজন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী ছিলেন ৩ জন। মারা গেছেন দুইজন। -দ্য গার্ডিয়ান, লাইভ সাইন্স
সিডিসির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্যাটলিন কোসাবুম বলেছেন, সম্ভবত ‘বডি ফ্লুইড’-এর মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে। এছাড়াও, বিশ্বাস করা হয় যে ভাইরাসটি ইঁদুর থেকে সৃষ্টি হয়েই মানুষের মধ্যে ছড়ায়। এরপরে এটা মানুষের থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে পেটব্যথা, বমি, চোখব্যথা, ত্বকজ্বালা, চুলকানি, ঘা হবে। সঙ্গে থাকে হেমারেজিক জ্বর। রক্ত, প্রস্রাব, বীর্য, লালার মতো শারীরিক তরলের মাধ্যমে এই ভাইরাস অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ২০০৪ সালে ভলিবিয়ার রাজধানী লা পাজার পূর্বাঞ্চলের চাপার এলাকায় এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। এলাকার নামানুসারেই এটির নাম চাপার। এলাকাটি লা পাজ থেকে ৩৭০ মাইল দূরে। গত বছর এ ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা যায় ওই এলাকায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন