শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হজযাত্রী পরিবহনে কোনো ভোগান্তি হবে না -বিমানমন্ত্রী

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, হজযাত্রী পরিবহনে কোনো ভোগান্তি হবে না। প্রথমবারের মতো অনলাইন পদ্ধতিতে হজকার্যক্রম পরিচালনার কারণে কিছু সমস্যা হলেও সামনের দিনে তা থাকবে না বলেও আশ্বাস দেন বিমানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুণ এমপি, হাবের সভাপতি ইব্রাহিম বাহার, দুই মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিমানের এমডি, পরিচালক হজসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ-সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক শেষে দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিমানমন্ত্রী।
মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, অনলাইনে সকল কার্যক্রমের শেষ পর্যায়ে সউদী আরব থেকে একটি বারকোড নাম্বার আসে। এই  কোডটি না এলে টিকিট কাটা যায় না। প্রথমবার আমরা এই পদ্ধতিতে কাজ করছি। অনেক এজেন্সি এটা ঠিকমতো করতে পারেনি। ফলে হজযাত্রীদের জন্য নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়েছে। তিনি বলেন, প্রায় ৭০ হাজার হজযাত্রী ইতোমধ্যে ভিসা  পেয়েছেন। এ পর্যন্ত ১২৫টি ফ্লাইটে ৪১ হাজারের কিছু বেশি যাত্রী সউদী আরবে চলে গেছেন। বিমানমন্ত্রী বলেন, আজ শুক্রবার  থেকে কোনো ফ্লাইট যাতে খালি না যায়। পদ্ধতিগত জটিলতায় সউদী আরবের পক্ষ থেকেও সমস্যা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা একটা সিদ্ধান্ত জানালে তারা সেটার উত্তর দিতে অনেক সময় নেয়। বিমানমন্ত্রী হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,  যেসব হাজীর ভিসা হয়ে গেছে তারা তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করে নিন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, অপেক্ষমাণ হজযাত্রীরা হজে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অতিরিক্ত হজযাত্রীর কোটা পাওয়ার জন্য সউদী সরকারের কাছে ডিও লেটার দিয়েছে। আমাদের অবহেলার দরুন অতিরিক্ত হজযাত্রীর কোটায় হজযাত্রী হজে পাঠাতে না পারলে তা হবে দুর্ভাগ্যজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন