বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন চুমকি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন না অভিনেত্রী ফারজানা চুমকি। তবে তিনি মঞ্চ অভিনয়ে ফিরেছেন। ‘ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এ অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে এটি মঞ্চস্থ হয়েছে। নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে চুমকি অভিনয় করেছেন মনমিতা চরিত্রে। টিভি নাটকে অভিনয়ে না ফিরলেও মঞ্চে ফেরা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পর আগামী বছরের শুরু থেকে টিভি নাটকে অভিনয় করবো। এরমধ্যে নিজের দলের নতুন নাটকে এই পরিস্থিতির মধ্যেই অভিনয় করতে হলো। মনমিতা চরিত্রটি আমার ভীষণ ভালো লাগার একটি চরিত্র। নাটকটির গল্প এই সময়ের হলেও নাট্যকার নাটকটি অনেক আগে লিখেছেন। তিনি কীভাবে অনেক আগে বর্তমান পরিস্থিতির বিবেচনা করে লিখেছেন তা আমার কাছে ভাবনার বিষয় ছিলো। নতুন নাটকটিতে অভিনয় করে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি।’ চুমকি জানান, আগামী ২০ ও ২১ নভেম্বর আবারো রাজধানীর শিল্পীকলা একাডেমিতে নাটকটির মঞ্চায়ন হবে। এদিকে চুমকি গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় ‘পাপ পূণ্য’ সিনেমায় অভিনয় করেছেন। এটি তার প্রথম অভিনীত সিনেমা। সিনেমাটি মুক্তির জন্য অধীর অপেক্ষায় আছেন চুমকি। ১৯৯৯ সাল থেকে চুমকি ‘ঢাকা থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করছেন। মঞ্চে তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘যৈবতী কইন্যার মন’, ‘হাত হদাই’, ‘বন পাংশুল’, ‘প্রাচ্য’ ইত্যাদি। চুমকি জানান, মঞ্চে অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কারণে টিভি নাটকে এখনো অভিনয়ে না ফিরলেও মঞ্চ নাটকে ফিরেছেন। চুমকি সর্বশেষ কাজী ইলিয়াস কল্লোলের পরিচালনায় ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন