শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

করোনার কারণে সারা দেশের ক্রীড়াঙ্গণ যখন বন্ধ তখন সবার আগে এগিয়ে এসেছিল সিজেকেএস। এ সংস্থা সফলভাবে সম্পন্ন করেছিল মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট। এবার বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এতে অংশ নিচ্ছে। এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে এমএ আজিজ স্টেডিয়াম ও বান্দরবান জেলা স্টেডিয়ামকে ভেন্যু রাখা হয়েছে। নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্টে সর্বমোট খেলা হচ্ছে নয়টি। দুটি গ্রুপে বিভক্ত হয়ে বান্দরবান ভেন্যুতে আগামী ২৮ নভেম্বর থেকে খেলা শুরু হবে। গ্রুপ লিগের খেলাগুলো এ জেলায় শেষ হওয়ার পর দুই সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে। আজকালের মধ্যে সিজেকেএস মিলনায়তনে প্রণয়ন করা হবে গ্রুপ নির্ধারণ ও ফিকশ্চার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন