শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খুলনায় আলিম পরীক্ষায় আলিয়া ও দারুল কোরআন মাদরাসা এগিয়ে

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো ঃ খুলনায় এবার আলিম পরীক্ষার ফলাফলে খুলনা আলিয়া কামিল মাদরাসা ও দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা রয়েছে শীর্ষ তালিকায়। খুলনাতে এ বছর ১৯টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর আলিম পরীক্ষায় দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ১০৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। পাসের হার শতভাগ। খুলনা আলিয়া মাদরাসায় ৯০ জন অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার শতভাগ। খান-এ-সবুর মহিলা দাখিল মাদ্রাসায় ৫৭ জন অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার শতভাগ। রূপসা উপজেলার বাগমারা আল-আকসা আলিম মাদ্রাসায় ১৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ জন এ-গ্রেড, ৭ জন এ-মাইনাস, ২ জন বি-গ্রেড পেয়েছে। ফেল করেছে একজন। পাসের হার শতকরা ৯৩ ভাগ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি প্রতিষ্ঠানগুলোর ফলাফল পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ বছর খুলনায় আলিমে পরীক্ষার্থী ছিল এক হাজার ৯৯ জন। খুলনার দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা, খুলনা আলিয়া মাদরাসা, কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসা ও পাইকগাছা সিনিয়র মাদরাসা- এ চারটি কেন্দ্রে ১৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন