শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৭২ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭০

দক্ষিণাঞ্চলে আরো একজনের মৃত্যু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনায় দক্ষিণাঞ্চলে আরো একজনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট সংখ্যাটা ১৮২। মৃত্যুহারও দশমিক ১ভাগ বেড়ে ১.৯২%-এ উন্নীত হল। গত ২৪ ঘণ্টায় বরগুনার আমলকিতলার পরিখালীতে ৮০ বছরের এক বৃদ্ধ জেলা সদর হাসপাতালে মারা গেছেন। ফলে এ জেলায় ৯৭৭ জন আক্রান্তের মধ্যে মৃত্যু ২১ জন।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে পূর্ববর্তী ৭২ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে ৭০ জন কোভিড-১৯ আক্রান্তের কথা বলেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তী ৭২ ঘণ্টায় বরিশাল জেলায়ই আক্রান্তের সংখ্যা ৫২। যার ৪৪ জনই বরিশাল মহানগরীতে। এনিয়ে বরিশাল জেলায় মোট ৪ হাজার ২০৯ জন আক্রান্তের মধ্যে মহানগরীতেই সংখ্যাটা প্রায় ৩ হাজার ১শ’ ওপরে। আর দক্ষিণাঞ্চলের ৬ জেলায় বুধবার পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯ হাজার ৪৯৮ জনে। মারা গেছেন ১৮২ জন। যার মধ্যে বরিশাল জেলায় ৭৫ জনের মধ্যে মহানগরীতেই মারা গেছেন প্রায় ৪০ জন। এ অঞ্চলে মৃত্যুহার ১.৯২%। তবে স্বাস্থ্য বিভাগের হিসাবানুযায়ী গত ৭২ ঘণ্টায় এ অঞ্চলে নতুন ৪৫ জনসহ মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৬৯২ জন।

গত ৭২ ঘণ্টায় পটুয়াখালীতে নতুন একজনসহ মোট আক্রান্তের সংখ্যা ছিল ১,৫৬৭। মঙ্গলবার ও বৃহস্পতিবার এ জেলায় কোন আক্রান্ত ছিল না। জেলাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ জন। ভোলাতে গত ৭২ ঘণ্টায় ৮ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৬৪ জনে। পিরোজপুরে এ সময়ে নতুন আক্রান্তের সংখ্যা একজন। বরগুনাতে গত ৭২ ঘণ্টায় আরো দু’জনসহ মোট আক্রান্ত ৯৭৬। পাশাপাশি একজনের মৃত্যুও হয়েছে। এছাড়া ঝালকাঠিতে এসময়ে আরো ৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৭৫৮। ছোট এ জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন। বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত বুধবার সকালে ২৩ জন রোগী চিকিৎসাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন