মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘আন্দোলনে রোগীরা ক্ষতিগ্রস্ত হলে দায় চিকিৎসকদের’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চিকিৎসকরা অন্যায় করলে গ্রেফতার হতেই পারেন বলে উলেখ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান বলেছেন, মানসিক চিকিৎসকদের আন্দোলনে রোগীরা ক্ষতিগ্রস্থ হলে এর দায় চিকিৎসকদের ওপরই পড়বে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হƒদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সচিব বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিষ্ট্রার ডা. আব্দুলাহ আল মামুন ন্যায়বিচার পাবেন, এটা নিশ্চিত। তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে অনুরোধ করছি, ধৈর্য ধরুণ, হাসপাতালের দায়িত্ব পালন করুন। এ সময় অবৈধ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে সিভিল সার্জনদের এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৯ নয় নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে মারা যান পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন। পরদিন ১০ নভেম্ব^র সকালে নিহত এএসপি আনিসুল করিমের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ হত্যাকান্ডে সম্পৃক্ততার অভিযোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিষ্ট্রার ডা. আব্দুলাহ আল মামুনকে গ্রফতার করে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এ সংক্রান্ত প্রতিবেদনে হত্যাকান্ডে ডা. মামুনের কোনো প্রকার সংশিষ্টতা পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন