শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে এক মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

একমাসেরও বেশি সময় পর রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিভাগের বগুড়ায় একজন ও নওগাঁয় দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে দাঁড়াল।

গতকাল শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২০০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪২ জন। বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২২ হাজার ২৮ জন। এদের মধ্যে ২০ হাজার ৩৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগ জুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৭৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন