বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে হাসপাতালকে লাখ টাকা জরিমানা

গলাকাটা বিল আদায়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রোগী ভর্তির পর গলাকাটা বিল আদায়, রোগীদের সাথে দুর্ব্যবহার, যথাযথ সেবা না দেয়া, মূল্য তালিকার সাথে চূড়ান্ত বিলের অসামঞ্জস্যতা, চিকিৎসার নামে রোগীদের ভোগান্তি, আইসিইউ ও ব্লাড ব্যাংক না থাকায় নগরীর চকবাজারের বেসরকারি পিপলস হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য বিভাগ। 

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির উপস্থিতিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান।
ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পিপলস হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। গত ১৭ নভেম্বর এক গর্ভবর্তী মহিলা এ হাসপাতালে ভর্তি ছিলেন। তারা তাদের প্রতিশ্রুতি সেবা না দিয়ে তাকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয় এবং তার বিল করে এক লাখ ৩৫ হাজার টাকা। এ অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে এসে দেখা গেছে, তারা মূল্য তালিকার সাথে সামঞ্জস্যতা না রেখে রোগীদের বিল করছে। এমনকি তাদের কোনো আইসিইউ ও ব্লাড ব্যাংক নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন