মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বনদস্যুদের অস্ত্র নৌকা জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

পশ্চিম সুন্দরবনের তালপট্টি সংলগ্ন খালে অভিযান চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত একটি পাইপগান ও ডিঙ্গি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে, এসময় কোন বনদস্যুকে আটক করতে সক্ষম হয়নি তারা। গতকাল সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লে. এম মমিনুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ নভেম্বর কোস্ট গার্ডের কৈখালী ক্যাম্পের সদস্যরা পশ্চিম সুন্দরবনের তালপট্টি সংলগ্ন খালে অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু সেলিম ও মাসুম বাহিনীর সদস্যরা বনের মধ্যে পালিয়ে যায়। এসময় উক্ত স্থান হতে বনদুস্যদের ব্যবহৃত একটি একটি পাইপগান ও ডিঙ্গি নৌকা জব্দ করে অভিযান পরিচালনাকারী দলটি। জব্দকৃত পাইপগান ও নৌকা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন