ঢাকার সাভারে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে রাজধানীর মোহাম্মদপুরে কর্মস্থলে যাচ্ছিলেন সোহেল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন