বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

উত্তোলন হবে ২০ মিলিয়ন ঘনফুট

শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের নতুন স্তর

কামাল আতাতুর্ক মিসেল | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৪ নং কূপের নতুন স্তর থেকে প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। কাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীকাইলের নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল শনিবার বিকালে এই তথ্য জানান গ্যাসফিল্ড ইনচার্জ প্রকৌশলী মো. শাহজাহান।

বাপেক্সে সূত্রে জানা যায়, ৯০ দিনের মধ্যে কূপটি খননের কথা থাকলেও তা শেষ হয় মাত্র ৫৫ দিনে। প্রাক্কলিত মূল্যের চেয়ে কম খরচে কূপটির ওয়ার্কওভার সম্পন্ন হয়। বর্তমানে ৩ হাজার ২২০ মিটার থেকে ৩ হাজার ২৩৫ মিটার গভীর থেকে দৈনিক প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। এর ফলে এই ক্ষেত্রে গ্যাস উৎপাদন বেড়ে চার কোটি ঘটফুটের বেশি হবে বলে আশা কর্মকর্তাদের।

গ্যাসফিল্ড ইনচার্জ প্রকৌশলী মো. শাহজাহান দৈনিক ইনকিলাবকে জানান, ৪ নং কূপটির উপরের স্তর থেকে আগেই ছয়-সাত মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। এখন নতুন করে আরও গভীরে খননের মাধ্যমে ২০ মিলিয়ন ঘটফুট গ্যাস উত্তোলনের নিশ্চয়তা দেখা গেছে। সোমবারের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডেও যুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, বিদেশ থেকে এখন আমাদের বিপুল পরিমাণ এলএনজি গ্যাস আমদানি করতে হয়। এই নতুন কূপের গ্যাস এলএনজি খাতে ব্যবহার করা গেলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব হবে। কূপটি সম্পূর্ণ বাংলাদেশি প্রযুক্তিতে খনন করে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এই কূপ থেকে ২০১৩ সালের জুন মাসে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। এখন ওই স্তরটি বন্ধ করে নতুন স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
জাবেদ ২২ নভেম্বর, ২০২০, ৩:১৭ এএম says : 0
দেশে গ্যাস ফুরিয়ে যাওয়ার হতাশ খবরের মধ্যেই এই খবর আশার আলো
Total Reply(0)
শেখ নাসির উদ্দিন ২২ নভেম্বর, ২০২০, ৩:১৭ এএম says : 0
শুভ কামনা
Total Reply(0)
Shohidul Islam ২২ নভেম্বর, ২০২০, ৩:১৮ এএম says : 0
Alhamdulillah good news
Total Reply(0)
দিলরুবা খানম ২২ নভেম্বর, ২০২০, ৩:১৮ এএম says : 0
আলহামদুলিল্লাহ এইবার আমাদের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হোক
Total Reply(0)
Forhad Islam ২২ নভেম্বর, ২০২০, ৩:১৯ এএম says : 0
গ্যাস পেয়ে কি হবে আমাদের গ্যাস তো আমরাই ঠিকমতো পাই না
Total Reply(0)
মেহেদী ২২ নভেম্বর, ২০২০, ৮:২১ এএম says : 0
খুবই ভালো সংবাদ। আলহামদুলিল্লাহ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন