শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিনাঞ্চলে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না ৭২ ঘন্টায় নতুন আক্রান্ত ৭৬

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ২:৩৭ পিএম

দক্ষিনাঞ্চলে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। রোববার সকালের পূর্ববর্তি ৭২ ঘন্টায় এ অঞ্চলের ৬ জেলায় আরো ৭৬ জন আক্রান্তের পাশাপাশি বরিশাল মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ৭৬ বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু ঘটেছে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এনিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত ১৮৩ জনের মধ্যে বরিশাল জেলায়ই ৭৬ জনের মৃত্যু হল। যারমধ্যে মহানগরীতেই সংখ্যাটা ৪০। এ অঞ্চলে মৃত্যুহার ১.৯০%। দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৯ হাজার ৫৭৪ জনের মধ্যে বরিশাল জেলার সংখ্যাই ৪ হাজার ২৬২। এরমধ্যে মহানগরীতেই ৩ হাজার ২শর মত। অপরদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবনুযায়ী রোববার সকালের পূর্ববর্তি ৭২ ঘন্টায় ৬৩ জন সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট ৮ হাজার ৭৫৪ জন সুস্থ্য হয়ে উঠেছেন বলে জানান হয়েছে। সুস্থ্যতার হার ৯১.২৫%। চলতিমাসের শুরুর তুলনায় সুস্থ্যতার হারও প্রায় ২% হ্রাস পেয়েছে।
আর চলতি মাসের প্রথম ২২ দিনে এ অঞ্চলে অক্রান্ত ও মৃতের সংখ্যাও গত মাসের প্রায় দ্বিগুনে উন্নীত হয়েছে। অক্টোবরের প্রথম ২২ দিনে দক্ষিণাঞ্চলে ৩৭০ জন আক্রান্তের মধ্যে ৩ জনের মৃত্যু হলেও চলতি মাসের একই সময়ে ৬৬৫ জন আক্রান্তের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনো সমগ্র দক্ষিণাঞ্চলের মধ্যে বরিশাল মহানগরীর অবস্থা যথেষ্ঠ ঝুকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন।
রোববার সকালের পূর্ববর্তি ৭২ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৬৮ জনের নমুনা পরিক্ষায় ৭৪ জনের এবং ভোলা জেলা হাসপাতালে মাত্র ৬৮ জনের মধ্যে ৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত সনাক্তের হার ১৬.৮১%। গত কয়েকদিনের মধ্যে রোববার স্বাস্থ্য বিভাগের রিপোর্টে নমুনা পরিক্ষার হার ছিল সর্বনি¤েœ। এদিন বরিশালে মাত্র ৭৭ জন ও ভোলাতে ৩৪ জনের নমুনা পরিক্ষা প্রতিবেদন পাওয়া গেছে।
রোববার সকালের পূর্ববর্ত ৭২ ঘন্টায় দক্ষিনাঞ্চলে মোট আক্রান্ত ৭৬ জনের মধ্যে বরিশালেই ৫৩ জন। যার ৪৫ জনই মহানগরীতে। গত বৃহস্পতিবার বরিশাল জেলায় আক্রান্ত ২৪ জনের ২১জন মহানগরীতে, শুক্রবারও জেলায় সনাক্ত ২৪ জনের ২১ জন এ নগরীতে এবং নমুনা পরিক্ষা হ্রাস পাওয়ায় শণিবার বরিশালে যে ৪ জন সনাক্ত হয়েছে তারও ৩ জনই এ মহানগরীতেই।
এ সময়ে পটুয়াখালীতে ৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১,৫৭৪। জেলটিতে মারা গেছেন ৩৮ জন। ভোলাতে গত ৭২ ঘন্টায় ৬ জন সহ মোট আক্রান্ত ৮৭০ জনের মধ্যে মারা গেছেন ৮ জন। দক্ষিণাঞ্চলের মধ্যে শুধুমাত্র পিরোজপুরেই চলতি মাসের শুরু থেকে আক্রান্তের সংখ্যা বাড়েনি। গত ৭২ ঘন্টায় এ জেলাটিতে আক্রান্তের সংখ্যা ছিল ১ জন। জেলাটিতে এ পর্যন্ত ১,১২৩ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ২৪ জন। বরগুনাতে গত ৭২ ঘন্টায় নতুন ৩ জন সহ মোট আক্রান্ত ৯৮০ জনের মধ্যে মারা গেছেন ২১ জন। ঝালকাঠীতে এ সময়ের নতুন ৬ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৭৬৫ জনের মধ্যে মারা গেছেন ১৬ জন।
এদিকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোববার সকালে ১৭ জন ছাড়াও আইসোলেশন ওয়ার্ডে আরো ৩৫ জন এবং আইসিইউ’তে ৬জন চিকিৎসাধীন ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন