বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা ঠেকাতে মৌলভীবাজারে ২৫টি স্থানে মোবাইল কোর্ট, জরিমানা ৯৩ হাজার টাকা

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ৪:০৮ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলা প্রশাসন জেলার ২৫টি স্থানে একযোগে জনসচেতনা বৃদ্ধি লক্ষে ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্ক পরিধান না করায় ৩৯৩টি মামলায় ৯৩,৩৯০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।
রোববার ২২ নভেম্বর দূপুরে শহরের কুসুমবাগ এলাকায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে ও পথচারীদের মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসক করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহবান করেন।
এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।
জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন