শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সৈয়দপুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

সৈয়দপুর(নীলফামারী)উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নীলফামারীর সৈয়দপুরে গত দুই দিনে দুইটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রোববার ও আগের দিন গত শনিবার শহরের কয়াগোলাহাট আদর্শপাড়া এবং কাজিপাড়া এলাকার প্রামানিকপাড়ায় এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দুইটি ঘটেছে। দুইজনেই নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এদের মধ্যে একজন হচ্ছে তিন সন্তানের জননী গৃহবধূ সাহেরা বেগম (৩২) ও অন্যজন কিশোর মাসুদ রানা (১৬)। এ আত্মহত্যার ঘটনায় সৈয়দপুর থানায় পৃথক ইউডি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের কয়াগোলাহাট আদর্শপাড়া মৃত. শফিউদ্দিনের মেয়ে সাহেরা বেগম (৩২)। প্রায় ১৪ বছর আগে কুমিল্লার মো. কামরুজ্জামানের সঙ্গে তার বিয়ে হয়। ওই দম্পতির তিন ছেলে মেয়ে সন্তান রয়েছে। কুমিল্লায় স্বামীর বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে তার সংসার ভাল চলছিল। কিন্তু এর এক পর্যায়ে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন গৃহবধূ সাহেরা বেগম। 

পরবর্তীতে ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়ি সৈয়দপুরে চলে আসেন তিনি। এ অবস্থায় গত প্রায় ৪ বছর ধরে বাবার বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে অবস্থান করে আসছিলেন। ঘটনার দিন গতকাল রোববার সকালে তিনি বাবার বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সৈয়দপুর থানা পুলিশ খবর পেয়ে তার লাশে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, এর আগে গত শনিবার রাতে শহরের কাজিপাড়া এলাকার প্রামানিক পাড়ার মাসুদ রানা (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, কিশোর মাসুদ রানা এক মাস আগে সিলেট থেকে এসে সৈয়দপুরে চাচার বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন গত শনিবার সন্ধ্যায় শয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাতে পরিবারের লোকজন ডাকাডাকি করে তার সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করেন। এ সময় বাড়ির ঘরের তীরের সঙ্গে তার দেহ ঝুঁলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, এ দুইটি ঘটনায় থানায় পৃথক দুইটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন