বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘মাস্ক ছাড়া নগরীতে প্রবেশ নিষেধ’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মাস্ক পরা ছাড়া নগরীতে দূরপাল্লার যাত্রীবাহী কোন বাস প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, নগরীর প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। মাস্ক ছাড়া কাউকেই নগরীতে ঢুকতে দেয়া হবে না। তিনি গতকাল রোববার নগরীর কর্ণফুলী সেতু এলাকায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন। 

এ সময় প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় রাস্তার মশার ওষুধ ছিটানো হয়। আশপাশের আবর্জনাও পরিষ্কারের ব্যবস্থা করা হয়। করোনা ও ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবেলায় জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করেন সিটি প্রশাসক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন