নির্বাচনে জিতলেও বাইডেনের সামনে এখনও সরকার গঠনে বাধা আছে।৮ ডিসেম্বর সবগুলো মার্কিন রাজ্য একযোগে নিজেদের নির্বাচনী পলকে স্বীকৃতি দেবে। এতোদিন এটি ছিলো শুধুই আনুষ্ঠানিক একটি ব্যাপার। কিন্তু এবার ট্রাম্পের আইনি দল বাধা প্রদান করায় এই স্বীকৃতির গুরুত্ব অনেক। একটি সূত্র বলছে, ১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজের ভোটাভুটিকে বাধা দেবার সর্বোচ্চ চেষ্টা করবে এই দলটি। -সিএনএন, এনপিআর
ধারণা করা হচ্ছে বিশেষত মিশিগান ও পেনসেলভেনিয়ার ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেট লেজিসলেটররা ট্রাম্প সমর্থক ইলেক্টোরাল ভোটার নিয়োগ দিতে পারে। যদিও এই দুই রাজ্যে পপুলার ভোটে বাইডেন জিতেছেন, কিন্তু আইনগতভাবে এটি সম্ভব। এর পেছনে সাংবিধানিক কোনও বাঁধা নেই। কেন্দ্রীয় আইন অনুযায়ী ৮ ডিসেম্বর অবশ্যই ভোটার নিয়োগ দিতে হবে। এই ব্যাপারে ট্রাম্পের আইনি দল রাজ্যগুলোর আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলেও জানা গেছে। নৈতিকভাবে এটিকে হয়তোবা নোংরা ব্যাপার বলে মনে করা হবে। কিন্তু আইনগতভাবে এটি নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কেউ। তবে এটি ঠেকাতে আরোচনা শুরু করেছে বাইডেনের দল। তারাও রাজ্য আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রেখে নৈতিকতার সবক দিচ্ছেন বলে একটি সূত্র জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন